এবার বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে ‘মা’ দাবি করলেন ভারতের অন্ধ্রপ্রদেশের ২৯ বছর বয়সী এক যুবক। সংগীত কুমার নামের এই যুবক দাবী করেন, ১৯৮৮ সালে লন্ডনে তাকে কৃত্তিম প্রজননের মাধ্যমে জন্ম দেন ঐশ্বরিয়া। জন্মের প্রথম ২ বছর তিনি নানি বিন্দা রাইয়ের কাছে ছিলেন বলেও দাবী করেন তিনি।
সংগীত আরও দাবি করে বলেন, আমার নানার নাম কৃষ্ণরাজ রাই ও মামার নাম আদিত্য রাই। আমার মা (ঐশ্বরিয়া) ২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করেন। কিন্তু এখন তাঁরা আলাদা আছেন। আমার মা একা থাকেন। আমি চাই মা ম্যাঙ্গালুরুতে আমার সঙ্গে এসে থাকুক। ২৭ বছর ধরে আমি নিজের পরিবার থেকে আলাদা আছি। আমি আমার মাকে অনেক মিস করি। তবে বাবার পরিচয় নিয়ে কিছুই বলেননি তিনি এবং উপস্থাপন করতে পারেননি কোনো প্রমাণও।
এর আগে, এক ব্যক্তি নিজেকে পাকিস্তানি নায়িকা মিরার স্বামী হিসেবে দাবি করে আসছিলেন।এ নিয়ে প্রায় ৭ বছর ধরে মামলা চলে এবং মামলায় মিরার জয় হয়। অন্যদিকে, ভারতীয় তারকা ধনুশকে এক দম্পতি নিজেদের সন্তান হিসেবে দাবি করেন। এ মামলায়ও ধনুশের জয় হয়। এবার সেই উটকো ঝামেলা এসে পড়েছে ঐশ্বরিয়া রাইয়ের কাঁধে।