অস্ট্রেলিয়ার একটি নদীতে সিপ্লেন বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছে। রোববার রাজধানী সিডনি থেকে ৫০ কিলোমিটার উত্তরে কাউয়ান উপশহরের কাছে হকসবেরি নদীতে এ দুর্ঘটনা ঘটেছে।
নিউ সাউথ ওয়েলসের পুলিশ জানিয়েছে, বিমানের ধ্বংসাবশেষ নদীর ১৩ মিটার গভীরে পাওয়া গেছে। সেখান থেকে ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, উড়োজাহাজটি সিডটি সিপ্লেনস নামের একটি প্রতিষ্ঠানের। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি বলে তদন্তকারীরা জানিয়েছেন।
ভারপ্রাপ্ত সুপারেন্টিডেন্ট মাইকেল গরম্যান জানিয়েছেন, এক ইঞ্জিনের উড়োজাহাজটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানে উদ্ধার তৎপরতা চলছে।
একটি সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে ১১ বছরের এক শিশু, পাইলট ও চার ব্রিটিশ নাগরিক রয়েছে।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে জানতে ব্রিটিশ কনস্যুলেট অফিসের কর্মকর্তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন।