Search
Close this search box.
Search
Close this search box.

shakib-mushfiqur২০১৭ সালের ক্রিকেট অস্ট্রেলিয়া নির্বাচিত সেরা টেস্ট একাদশে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। সাকিব আছেন অলরাউন্ডার হিসেবে, মুশফিক হচ্ছেন দলের উইকেটরক্ষক।

টেস্টে বছরটা ভালোই কেটেছে সাকিবের। ব্যাট হাতে ১৪ ইনিংসে ৪৭.৫০ গড়ে করেছেন ৬৬৫ রান। সেঞ্চুরি আছে ২টি। সেরা স্কোর নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ২১৭ রান। মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁর অলরাউন্ড পারফরম্যান্সেই ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। বল হাতে ৩৩.৩৭ গড়ে নিয়েছেন ২৯ উইকেট। ক্রিকেট অস্ট্রেলিয়া বলছে, অলরাউন্ডার হিসেবে সাকিব দলের ভারসাম্য ধরে রাখবেন।

chardike-ad

ব্যাটিংয়ে মুশফিকের বছরটাও গেছে দুর্দান্ত। ১৬ ইনিংসে ৫৪.৭১ গড়ে করেছেন ৭৭৬ রান, সেঞ্চুরি ২টি। ১২টি ক্যাচে সাথে আছে ২টি স্টাম্পিংও। এই বছর মুশফিকের চেয়ে বেশি রান করা উইকেটরক্ষক আছেন শুধু শ্রীলংকার নিরোশান ডিকভেলা। ক্রিকেট অস্ট্রেলিয়া বলছে, সেরা একাদশে মুশফিকের চেয়ে ভালো কোনো উইকেটকিপার ভাবতে পারেননি তাঁরা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা একাদশঃ ডিন এলগার, ডেভিড ওয়ার্নার, চেতেশ্বর পূজারা, স্টিভেন স্মিথ, বিরাট কোহলি (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (কিপার), রবীন্দ্র জাদেজা, কাগিসো রাবাদা, নাথান লায়ন, জিমি অ্যান্ডারসন।