সৌদি আরব সম্পর্কে বিস্তারিত দেখে নিন এক নজরে:
সরকারি নাম: আল মামলাকাতুল আরাবিয়্যাতুস সউদিয়া (রাজকীয় সৌদি আরব)।
আয়তন: ২,১৪৯,৬৯০ বর্গকিলোমিটার বা ৮,২৯,৯৯৬ বর্গমাইল।
যার ব্যাস উত্তর থেকে দক্ষিণে ১৮৪৩ কিলোমিটার ও পূর্ব থেকে পশ্চিমে ২০৭৬ কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৩১৩৩ মিটার। সর্বোচ্চ স্থান আবহা প্রদেশের আসির অঞ্চল।
ধর্ম: সৌদি আরবের রাষ্ট্রধর্ম ইসলাম। সৌদি পরিচয় বহনকারী সবাই মুসলমান। তাদের বেশির ভাগই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী। তবে আল কাতিফ, আল আহসা, নাজরানে কিছু শিয়ার বসবাস রয়েছে। সেখানে অবস্থানরত অমুসলিম জনগণও তাদের মানবিক ও ধর্মীয় অধিকার পুরোপুরি ভোগ করছে।
রাষ্ট্রব্যবস্থা: রাজতন্ত্র।
বর্তমান বাদশাহ: সালমান বিন আবদুল আজিজ আলে সৌদ ।
ভাষা: সরকারি ভাষা আরবি।
রাজধানী: রিয়াদ।
জনসংখ্যা: ২৮,৫৭১,৭৭০ (জুলাই ২০১৭)
জন্ম বৃদ্ধির হার: ১.৪৫ (২০১৭), জন্মের হার প্রতি হাজারে ১৮.৩ ভাগ ও প্রতি হাজারে শিশুমৃত্যুর হার ৩.৪, গড় আয়ু পুরুষ : ৭৩.৪ বছর, নারী ৭৭.৭ বছর (২০১৭), প্রতি বর্গমাইলে জনবসতির ঘনত্ব ২৯ জন (সূত্র : https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/sa.html)
জনশক্তি: ৬০,৪৯,০০০ জন, তার মধ্যে ৩৫ শতাংশ বিদেশি। শিল্প ক্ষেত্রে ২৫ শতাংশ, চাকরির ক্ষেত্রে ৬৩ শতাংশ ও কষিক্ষেত্রে ১২ শতাংশ (২০০৫ সাল)।
মাথাপিছু আয়: $1.756 trillion (2016 est.)
জিডিপি: ২৫.২ (২০১৬)
জাতীয় সংগীত: ইসলামের মহানুভবতায় দেশপ্রেমকে উজ্জীবিতকরণ ও দেশের উন্নতিকল্পে দায়িত্ববোধ জাগ্রতকরণের বিষয়সংবলিত।
জাতীয় পতাকা: ১৯৭৩ সালের ১৫ মার্চ থেকে সৌদি আরবে জাতীয় পতাকা ব্যবহৃত হয়। পতাকার রং সবুজ। পতাকার মাপ ২:৩। এর ওপরের অংশে সাদা রঙের তাওহিদের মর্মবাণী ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ (আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, মুহাম্মাদ আল্লাহর রাসুল) আরবিতে উৎকীর্ণ রয়েছে। কালিমার নিচেই একটি কোষমুক্ত তরবারি অঙ্কিত রয়েছে, যা দ্বারা ন্যায়বিচারকে বোঝানো হয়েছে। এ কালিমা উৎকীর্ণ থাকায় সৌদি আরবের পতাকা কখনো অর্ধনমিত করা হয় না। আর সবুজ রং ইসলামের ঐতিহ্যের দিকে ইঙ্গিতবাহী।
জাতীয় প্রতীক: আড়াআড়ি দুটি তরবারির ওপর একটি খেজুরগাছ হলো সৌদি আরবের জাতীয় প্রতীক। খেজুরগাছ দ্বারা বুঝানো হয়েছে সমৃদ্ধি ও প্রবৃদ্ধি। আর তরবারি দ্বারা ন্যায়বিচার, শক্তি ও নিরাপত্তা বোঝানো হয়েছে।
সরকারি ছুটি: সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার । এ ছাড়া ঈদুল ফিতরে ১২ দিন, ঈদুল আজহায় ১০ থেকে ১২ দিন ও ২৩ সেপ্টেম্ব জাতীয় দিবসে সরকারি ছুটি রয়েছে।
আবহাওয়া: তাপমাত্রা ১২ থেকে ৫১ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করে। বৃষ্টিপাত বিক্ষিপ্ত ও অনিয়মিত। দীর্ঘস্থায়ী উষ্ণ ও শুষ্ক গ্রীষ্মকাল। রাতে তাপমাত্রা উলেখযোগ্য হারে হ্রাস পায়। শীতকালে হালকা তুষারপাত হয়।
জাতিসত্তা: আরব ৯০ শতাংশ, আফ্রো-এশীয় ১০ শতাংশ।
মুদ্রা: সৌদি রিয়াল।
সংবিধান: ইসলামী শরিয়া মোতাবেক রচিত, ১৯৯৩ সালে এতে সরকারের দায়িত্ব সম্পর্কিত ধারা ও উপধারা সংযোজন করা হয়েছে। ২০০৬ সালের অক্টোবর মাসে বাইয়াত কমিটি গঠন করা হয়।
বর্তমান মজলিসে শুরার সদস্যবৃন্দ: মোট সদস্যসংখ্যা ১৫০। তার মধ্যে পুরুষ ১২০ ও নারী ৩০ জন।
বিচারব্যবস্থা: ইসলামী শরিয়াহ আইন অনুযায়ী বিচারব্যবস্থা পরিচালিত হয়।
শিক্ষা: শিক্ষার হার ৯৫ শতাংশ। এর মধ্যে পুরুষ ৮৪.৭ শতাংশ, নারী ৭.৮ শতাংশ। সৌদি আরব আর্থ-সামাজিক উন্নয়নের জন্য শিক্ষার প্রতি বিশেষ গুরুত্বারোপ করে। প্রাথমিক থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত সব নাগরিকের জন্য অবৈতনিক শিক্ষার ব্যবস্থা রয়েছে। বর্তমানে সৌদি আরবের বাজেটের ২৫ শতাংশ শিক্ষা খাতের জন্য বরাদ্দ।
লেখক: মাওলানা কাসেম শরীফ, গবেষক ও সাংবাদিক
সৌজন্যে: কালের কণ্ঠ