Search
Close this search box.
Search
Close this search box.

আসন্ন পিয়ংছাং শীতকালীন অলিম্পিকে বিদেশীদের অপরাধ ঠেকাতে বিশেষ ফোর্স গঠন করেছে দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল পুলিশ এজেন্সী। গত মঙ্গলবার এই টিম ১৭ জন বিদেশীকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন দেশ থেকে পাওয়া গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

chardike-ad

বিশেষ এই টিমে ২০ টি ভাষা জানা পুলিশ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এখন থেকে নিরাপত্তার জন্য ৭টি স্থানে পুলিশের বিশেষ ফোর্স ২৪ ঘন্টা টহল দিবে। ফেব্রুয়ারী থেকে শুরু হতে যাওয়া শীতকালীন অলিম্পিককে যেকোন ধরণের অপরাধ থেকে মুক্ত রাখতে বদ্ধপরিকর বলে জানিয়েছে পুলিশ এজেন্সি।