যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পরমাণু শক্তিতে নিজেদের আরও শক্তিশালী করে তুলছে ইরান। পরমাণু গবেষণা এবং উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানিয়েছে ইরান। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি। বিজ্ঞান বিষয়ক খ্যাতনামা ম্যাগাজিন ‘সায়েন্স’-কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
তিনি আরো বলেন, আমরা বিভিন্ন ধরনের উন্নত যন্ত্রপাতি নিয়ে কাজ করব। আইআর-এইট এবং আইএর-সিক্সের সঙ্গে কাজ করব আমরা। ইরানের বুশেহর পরমাণু গবেষনাগারের জন্য বার্ষিক যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম দরকার তা উৎপাদনের চাহিদা পূরণ করতে পারে আইআর-এইট এবং আইএর-সিক্স।
আলী আকবর সালেহি জানান, এখন থেকে আগামী ১০ বছরে বুশেহর পরমাণু গবেষণা কেন্দ্রে আরও দুটি রিঅ্যাক্টর স্থাপন করা হবে। কিন্তু সেন্ট্রিফিউজ ব্যবহার করে আমরা ১৫ বছরের মধ্যে এসব রিঅ্যাক্টরের জ্বালানি চাহিদা পূরণ করতে পারব। কলকাতা টুয়েন্টিফোর।