জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমানের বিরুদ্ধে দর্শক পেটানোর অভিযোগ উঠেছে। চট্টগ্রামে জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডে ঢাকা মেট্রোর বিপক্ষে ম্যাচের সময় রাজশাহী বিভাগের এই ক্রিকেটার এমন কাণ্ড ঘটান! ম্যাচ রেফারি তার রিপোর্টে এমন অভিযোগ এনেছেন বলে বিসিবি সূত্রে জানা গেছে।
সূত্রটি জানায়, শুধু দর্শক পেটানো নয়; খেলা শেষে শুনানির সময় ম্যাচ রেফারি ও আম্পায়ারদের সঙ্গেও বাজে আচরণ করেন সাব্বির। সেটিও ম্যাচ রেফারি তার রিপোর্টে উল্লেখ করেছেন।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২০-২৩ ডিসেম্বর পর্যন্ত চলে প্রথম শ্রেণির ওই ম্যাচটি। ড্র হওয়া সেই ম্যাচে এক ইনিংস ব্যাট করার সুযোগ পান সাব্বির। আউট হন রানের খাতা খোলার আগেই।
সেদিন ম্যাচ চলাকালে গ্যালারি থেকে সাব্বিরকে কেউ গালি দিলে ফিল্ড আম্পায়ারদের অনুমতি নিয়ে তিনি কিছুক্ষণের জন্য মাঠের বাইরে চলে যান। তার বিরুদ্ধে অভিযোগ, মাঠ থেকে বেরিয়ে গালি দেয়া দর্শককে ডেকে এনে সাইড স্ক্রিনের পেছনে নিয়ে মারধর করেন। এ ঘটনার পরই ম্যাচ রেফারি মাঠের আম্পায়ারকে বিষয়টি অবহিত করেন।
অভিযোগ সত্য প্রমাণিত হলে কঠিন শাস্তি হতে পারে সাব্বিরের।