সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ২ জন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে রিয়াদ থেকে দাম্মাম ফেরার পথে চেকপোস্ট নামক এলাকায় একটি ট্রেইলারের সঙ্গে সংঘর্ষের ফলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত একজনের নাম জামাল উদ্দিন (৩৬)। তার বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায়, পিতা গোলাম নবী। তাৎক্ষনিকভাবে নিহত বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনায় আহত দেলোয়ার জানান, “দাম্মামের স্রাকো কোম্পানিতে গাড়িচালক হিসেবে কাজ করতেন জামাল উদ্দিন। দুর্ঘটনার সময় জামালউদ্দিনই গাড়ি চালাচ্ছিলেন।”
নিহত জামালের দুলাভাই ফরিদুল ইসলাম জানান, জামাল ২ মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরবের রিয়াদ শহরে যায়। সেখানে নিজস্ব মাইক্রোবাস ভাড়ায় যাত্রী আনা-নেয়া করত। ওইদিন রাতে স্থানীয় বাংলাদেশি আরও ৪ জন যাত্রী নিয়ে প্রাইভেটকারযোগে সৌদির রিয়াদ থেকে দাম্মামের উদ্দেশে রওনা হয়।
দাম্মামের চেকপোস্ট নামক এলাকায় পৌঁছার পর গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে গেলে মারাত্মক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই জামালসহ আরও ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত ২ জনকে আশংকাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।