Search
Close this search box.
Search
Close this search box.
jamal
নিহত জামাল উদ্দিন (৩৬)

সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ২ জন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে রিয়াদ থেকে দাম্মাম ফেরার পথে চেকপোস্ট নামক এলাকায় একটি ট্রেইলারের সঙ্গে সংঘর্ষের ফলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত একজনের নাম জামাল উদ্দিন (৩৬)। তার বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায়, পিতা গোলাম নবী। তাৎক্ষনিকভাবে নিহত বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।

chardike-ad

দুর্ঘটনায় আহত দেলোয়ার জানান, “দাম্মামের স্রাকো কোম্পানিতে গাড়িচালক হিসেবে কাজ করতেন জামাল উদ্দিন। দুর্ঘটনার সময় জামালউদ্দিনই গাড়ি চালাচ্ছিলেন।”

নিহত জামালের দুলাভাই ফরিদুল ইসলাম জানান, জামাল ২ মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরবের রিয়াদ শহরে যায়। সেখানে নিজস্ব মাইক্রোবাস ভাড়ায় যাত্রী আনা-নেয়া করত। ওইদিন রাতে স্থানীয় বাংলাদেশি আরও ৪ জন যাত্রী নিয়ে প্রাইভেটকারযোগে সৌদির রিয়াদ থেকে দাম্মামের উদ্দেশে রওনা হয়।

দাম্মামের চেকপোস্ট নামক এলাকায় পৌঁছার পর গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে গেলে মারাত্মক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই জামালসহ আরও ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত ২ জনকে আশংকাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।