Search
Close this search box.
Search
Close this search box.

অনলাইন প্রতিবেদক, ১৮ অক্টোবর ২০১৩:

যুক্তরাষ্ট্রের লস এনজেলস, নিউইয়র্ক কানাডার টরেন্টো, কোরিয়ার সিউলসহ বড় কয়েকটি শহরে স্যামসাং রিক্রুটমেন্ট টেস্টে অংশ নিয়েছে ১ লাখের বেশি শিক্ষার্থী। প্রাথমিকভাবে অনলাইনে আবেদন করার পর সেখান থেকে বাছাইকৃত শিক্ষার্থীরাই রিক্রুটমেন্ট টেস্টে অংশ নিতে পারে।

chardike-ad

2013101401427_0স্যামসাং ১৯৯৫ সাল থেকে জনবল নিয়োগের জন্য এই পরীক্ষা নিয়ে আসছে। এই বছর শেষ ছয়মাসে সাড়ে পাঁচ হাজার জন নিয়োগ দিবে বলে জানিয়েছে।

সিউলে স্যামসাং রিক্রুটমেন্ট টেস্টে অনেক বাংলাদেশীও প্রতিবছর অংশ নিয়ে আসছেন যাদের অনেকেই এখন স্যামসাং এ কর্মরত।