Search
Close this search box.
Search
Close this search box.

china-newsশীত থেকে বাঁচতে নিশ্চয়ই গায়ে মোটা চাদর পড়েন। পোষা কুকুর, বিড়ালকেও ঠান্ডা থেকে বাঁচাতে অনেকে সোয়েটার পরায়। কিন্তু আস্ত একটা গাছকে চাদর পরতে দেখেছেন কি?

১টা নয়, ১০০টা গাছকে শীত থেকে বাঁচাতে কাপড় পরানো হয়েছে চীনে। দেশটির শানঝি প্রদেশের জিয়ানইয়াং শহরে ঠাণ্ডা থেকে বাঁচাতে নতুন করে লাগানো প্রায় ১০০ গাছ কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। সূত্র সিজিটিএন।

chardike-ad

china-newsলাল-সাদা-নীল ডোরাকাটা কাপড়ে ঢাকা গাছগুলোকে দূর থেকে দেখলে মনে হয় পুতুল বা ললিপপের মতো। কিছু কিছু গাছ কালো কাপড়ে মোড়ানো হয়েছে। সেগুলো দূর থেকে দেখতে মনে হয় আলখাল্লা পড়া বিরাট কোনো দৈত্য।

প্রতিবেদন অনুযায়ী, নতুন রোপন করা গাছগুলো অসম্যানথাস ও ম্যাগনোলিয়া জাতের। ওই গাছগুলোর শেকড় ভালো করে গজায়নি। তাই, গাছগুলোর যত্নে কাপড়েই মুড়িয়ে দিয়েছে রক্ষণাবেক্ষণকারীরা।

china-newsসামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে গেছে এই চাদর মোড়ানো গাছের ছবি। সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের মন্তব্য, স্থানীয় আবহাওয়ার সঙ্গে খাপ খায় না এমন গাছ জন্মানো মানে জনগণের টাকার অপচয়।