দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রদূত আবিদা ইসলাম সিউল পৌঁছেছেন। তিনি সিউল পৌঁছালে সিউলস্থ দূতাবাসের প্রথম সচিব জাহিদুল ইসলাম ভুঁইয়া এবং কাউন্সিলর রুহুল আমিন স্বাগত জানান। এই বছরের ২৬ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আবিদা ইসলামকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।

chardike-ad

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হিসেবে যোগদানের আগে আবিদা ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা বিভাগের মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। পেশাদার কূটনীতিক আবিদা ইসলাম বিসিএস ১৫তম ব্যাচে ফরেন অ্যাফায়ার্স ক্যাডার হিসেবে যোগ দেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দায়িত্ব পালন ছাড়াও কলকাতায় উপ-হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও লন্ডন, কলম্বো, ব্রাসেলস মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

abida-islam

আবিদা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞান বিভাগে মাস্টার্স ডিগ্রি পাশ করেছেন। এছাড়াও অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি থেকে তিনি ফরেন অ্যাফেয়ার্স ও ট্রেড বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেছেন।