ranti-dasআবারো বিয়ে করলেন ‘ক্লোজ আপ ওয়ান’ খ্যাত সংগীতশিল্পী রন্টি দাশ। বরের নাম সাঈদ রহমান। গত ৭ ডিসেম্বর পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে বলে জানিয়েছেন রন্টি নিজেই। সাঈদ রহমান ‘নোঙর’ নামে একটি ব্যান্ড দলের গিটারিস্ট। এ দলের সঙ্গে একাধিক স্টেজ শোতে পারফর্ম করেছেন রন্টি।

বেশ কিছুদিন প্রেম করে ২০১১ সালের আগস্টে ব্যবসায়ী গোলাম মোহাম্মদ আবেদের সঙ্গে প্রথমবার সংসার পেতেছিলেন রন্টি। কিন্তু বিয়ের দুই বছর পর তাদের দাম্পত্যজীবনে টানাপোড়েন শুরু হয়। চলতি বছরের জুনে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ হয়। এ সংসারে রন্টির একটি মেয়ে রয়েছে।

chardike-ad

২০০৫ সালে প্রথমবার ক্লোজ আপ ওয়ান প্রতিযোগিতায় অংশ নেন রন্টি। এতে কাঙ্ক্ষিত ফল না পেয়ে ২০০৬ সালে আবারো এ প্রতিযোগিতায় অংশ নিয়ে চতুর্থ স্থান অর্জন করেন তিনি। তারপর থেকে স্টেজ শো, অ্যালবামে নিয়মিত গান করে চলেছেন রন্টি।