Search
Close this search box.
Search
Close this search box.

asia-cupকথাবার্তা শোনা যাচ্ছিলো— টানা চতুর্থ এশিয়া কাপ ক্রিকেট হবে বাংলাদেশে। কিন্তু তা হচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন জানালেন, বাংলাদেশে নয়, এশিয়া কাপ হবে ভারতে।

এশিয়া কাপ যে ভারতে হবে, এ খবর পুরোনো। কিন্তু শোনা যাচ্ছিলো যে, এশিয়া কাপ আয়োজন করতে ভারত রাজি নয়। এ কারণে সুযোগ সৃষ্টি হতে পারতো বাংলাদেশের জন্য। কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সর্বশেষ সভায় সিদ্ধান্ত হয়েছে যে, ভারতেই হবে এবারের এশিয়া কাপ।

chardike-ad

বুধবার বিকেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, ‘এশিয়া কাপ বাংলাদেশে আয়োজনের কোনো সম্ভাবনা দেখছি না। আগের সূচি অনুয়ায়ী এশিয়া কাপ ভারতেই হবে। তবে ভারত যদি কোনো কারণে এশিয়া কাপ আয়োজন না করে, তাহলে বাংলাদেশের সামনে সুযোগ আসতে পারে।’

২০১২, ২০১৪ ও ২০১৬ সালের এশিয়া কাপের আয়োজক ছিলো বাংলাদেশ। প্রতিটি আসরেই আয়োজক হিসেবে এশিয়ান দেশগুলোর প্রশংসায় ভেসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এবারও আরো একবার এশিয়া কাপ আয়োজনের জন্য উন্মুখ হয়ে ছিলো বিসিবি। কিন্তু আয়োজক হিসেবে ভারতের অনীহার গুঞ্জন সত্য না হওয়ায় আপাতত নিরাশই হতে হলো বিসিবিকে।