আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে একের পর এক পারমাণবিক ক্ষেপনাস্ত্রের পরীক্ষা যাচ্ছে উত্তর কোরিয়া। আর কিমকে থামাতেই এবার একজোট হচ্ছে যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়া। এরই মধ্যে পিয়ংইয়ংয়ের অস্ত্রভাণ্ডার গুঁড়িয়ে দেয়ার পরিকল্পনায় সামরিক মহড়ায় নেমেছে এই তিন দেশ।
দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ৫দিন ধরে চলা এই মহড়ায় রয়েছে ৬টি এফ-২২ এবং ১৮টি এফ-৩৫ ফাইটার জেট, ২৫০টি এয়ারক্র্যাফ্ট এবং ১২,০০০ সেনা। যেখানে বিমান বাহিনীর শক্তি যাচাই করে নেওয়া হয়।
প্রসঙ্গত, শক্তি প্রদর্শনের জন্য কিমের দেশের সবথেকে শক্তিশালী বোমারু বিমান বি-১বি’কে এক সামরিক মহড়ায় নামানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। আসন্ন পরিস্থিতির কথা ভেবেই যুক্তরাষ্ট্রসহ অন্যান্য কয়েকটি দেশ তাই যৌথ সামরিক মহড়াকে প্রাধান্য দিচ্ছে।