us-bomaru-bimanকোরীয় উপদ্বীপের আকাশে আবারও টহল দিয়েছে মার্কিন বোমারু বিমান বি-ওয়ান-বি। দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি সংবাদ-সংস্থা এমনটাই জানিয়েছে। উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকার উত্তেজনার মাঝেই কোরীয় উপদ্বীপের আকাশে মার্কিন বোমারু বিমানের টহলের খবর এল।

দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সূত্র জানিয়েছে, মার্কিন বোমারু বিমানের সঙ্গে এফ-২২ বোমারু বিমান ও দক্ষিণ কোরিয়ার বোমারু বিমানও আকাশে টহল দিয়েছে। মার্কিন এফ-২২ বোমারু বিমান রাডার ফাঁকি দিতে সক্ষম। কোরীয় উপদ্বীপে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া যে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে তারই অংশ হিসেবে আকাশে ওইসব বিমান টহল দিয়েছে।

chardike-ad

গত সোমবার থেকে সেখানে দুই দেশের যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে। উত্তর কোরিয়া এই ধরনের মহড়াকে যুদ্ধের উস্কানি বলে মনে করে। মার্কিন বোমারু বিমানের টহল প্রসঙ্গে উত্তর কোরিয়া বলেছে, আমেরিকা এ পদক্ষেপের মাধ্যমে কোরীয় উপদ্বীপকে পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।