বিরাট-আনুশকার বিয়ে নিয়ে কম জল ঘোলা হয়নি। অবশেষে চলতি মাসের ১১ তারিখ ইতালির তাসকেনি প্রদেশের ফ্লোরেন্সে এক ঐতিহ্যবাহী রিসোর্টে বিরাট কোহলির সঙ্গে গাঁটছড়া বাঁধেন আনুশকা। বিয়ের পর এই লাভ বার্ড জুটি হানিমুন নিয়ে ব্যস্ত।
এবার হানিমুনের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন বিরাট-আনুশকা। ইনস্টাগ্রামে মধুচন্দ্রিমার ছবি দিয়ে নতুন দম্পতি যৌথভাবে লিখেছেন, ‘ইন হেভেন’।
আগামী ২১ ডিসেম্বর ভারতের নয়াদিল্লিতে বিরাট-আনুশকা জুটির পরিবারের লোকজনকে নিয়ে একটি অনুষ্ঠান আয়োজন করা হবে। আর বলিউড ও ক্রিকেট অঙ্গনের তারকাদের নিয়ে মুম্বাইয়ে জমকালো বিবাহোত্তর সংবর্ধনা হবে ২৬ ডিসেম্বর।
এরপর নতুন বছরে প্রোটিয়া সফরে উড়ে যাবে কোহলি অ্যান্ড কোং। সেই সফরেই কোহলির সঙ্গে উড়ে যেতে পারেন আনুশকাও। বর্ষ বরণের রাতটা দক্ষিণ আফ্রিকাতেই কাটাতে পারেন এই জুটি।