ক্রিকেটে এক ওভারে মাত্র পাঁচবার ছয় ছক্কা দেখেছে ক্রিকেট বিশ্ব। এবার এক ওভারে সাত ছক্কা মেরে সেই রেকর্ডও ভেঙে ফেললেন লংকান ক্রিকেটার পাহসারা। আর নতুন রেকর্ডটি হয় খোদ মুত্তিয়া মুরালিধরনের সামনে।
শ্রীলংকা অনূর্ধ্ব-১৫ দলের ক্রিকেটারদের নিয়ে প্রথমবার অনুষ্ঠিত হয় ‘মুরালি গডনেস কাপে’। এর ফাইনালে এই কীর্তি গড়েন পাহসারা। ব্যাটিং-তাণ্ডব চালানোর জন্য স্কুল ক্রিকেট থেকেই পরিচিত নভিন্দু পাহসারা। সেটারই প্রমাণ দিলেন আরেকবার। টুর্নামেন্টের ফাইনালে তিন নম্বরে ব্যাট করতে নেমে ৮৯ বলে ১০৯ রান এসেছে তার ব্যাট থেকে। তার সাত ছক্কার ওভারের একটি ছিল নো-বল।
এদিকে পাহসারার সেঞ্চুরিতে ৩৬ ওভারের ম্যাচে তার দল সাত উইকেটে ২৮৩ রান তোলে। পরে চ্যাম্পিয়নও হয় তারা। পাহসারার হাতে পুরস্কার তুলে দেন মুরালিধরন। শুধু তাই নয় বিধ্বংসী এই ব্যাটসম্যানের ভূয়সী প্রশংসাও করেন কিংবদন্তী এই বোলার।