Search
Close this search box.
Search
Close this search box.

women-football-teamফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ পুরুষ ফুটবল দিন দিন পেছালেও এগোচ্ছে মেয়েরা। শুক্রবার ঘোষিত নারী ফুটবলের র‌্যাংকিংয়ে ৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১০৬ থেকে বাংলাদেশ এখন ১০০ নম্বরে। অন্যদিকে পুরুষ ফুটবল ২০০ ছুঁইছুঁই করছে। গত মাসে ঘোষিত সংর্বশেষ র‌্যাংকিংয়ে বাংলাদেশ ১৯২ নম্বরে।

পুরুষদের র‌্যাংকিংয়ে পাকিস্তান ও শ্রীলংকা ছাড়া দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো বাংলাদেশের উপরে। তবে মেয়েদের র‌্যাংকিংয়ে বাংলাদেশের সামনে শুধু দুই দেশ ভারত ও নেপাল। ভারতের অবস্থান ৫৭ এবং নেপাল ৯১ নম্বরে। নেপাল ৩ ধাপ আগালেও ১ ধাপ পিছিয়েছে ভারত।

chardike-ad

মেয়েদের ফুটবলের র‌্যাংকিংয়ে শীর্ষ ৩ দলের কোনো পরিবর্তন হয়নি। যথারীতি শীর্ষে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় জার্মানি এবং তৃতীয় ইংল্যান্ড। এএফসির সদস্য দেশগুলোর মধ্যে শীর্ষে অস্ট্রেলিয়া, তাদের অবস্থান চারে।