শীতে কাঁপছে কোরিয়া। তীব্র শীতে ঠান্ডাজনিত কারণে একজন নিহত হয়েছে এবং ৫২৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত সপ্তাহের শেষে হঠাৎ করে তীব্র শীত নেমে আসায় ঠান্ডাজনিত বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত লোকজনের পরিমাণ বাড়ছে।
রোববার দেশটির খাংউওন প্রদেশে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ফিল্ড তাপমাত্রা ছিল মাইনাস ৩০ ডিগ্রী সেলসিয়াস। সিউল, খিয়ংগি প্রদেশসহ প্রায় পুরো দেশেই এক সপ্তাহ ধরে তাপমাত্রা মাইনাস ২ থেকে মাইনাস ১৫ এর মধ্যে উঠানামা করছে। এছাড়া, সিউল, খিয়ংগিদো এবং খাংউওন প্রদেশে ইতিমধ্যে কয়েকবার তুষারপাত হয়েছে।