দক্ষিণ কোরিয়ার ইনছনের নামগুতে উদ্বোধন করা হয়েছে অন্ধদের জন্য লাইব্রেরী। প্রায় ১৩ হাজার অন্ধ বসবাস করছে ইনছনে। প্রায় ২.১ বিলিয়ন উওন (১.৯৩ মিলিয়ন উওন) ব্যয়ে তিনতলা বিশিষ্ঠ এই লাইব্রেরীতে ৩ হাজার ৬৭৩ টি ব্রেইল বই এবং ১৮ হাজার অন্যন্য বই রাখা হয়েছে।
লাইব্রেরীতে সাধারণ বইকে ব্রেইল বইয়ে রুপান্তর করার জন্য ব্রাইলো ৪০০এস আর মেশিন বসানো হয়েছে। এছাড়া ব্রেইল বইগুলো অডিও আকারেও পাওয়া যাবে।
কোরিয়ান ব্রেইল বর্ণমালার আবিষ্কারক সং আমের নামে লাইব্রেরীর নাম রাখা হয়েছে সং আম লাইব্রেরী। সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লাইব্রেরী খোলা থাকে।