দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় তারকা জং উ সং রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শনের জন্য এখন ককসবাজারে অবস্থান করছেন। গতকাল জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনের শুভেচ্ছা দূত হিসেবে তিনি ককসবাজার পৌঁছেন।

chardike-ad

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের প্রথম দিনে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন ‘রোহিঙ্গাদের পরিস্থিতি যা ভেবেছিলাম তার চেয়ে ভয়াবহ। প্রতিদিনই ক্যাম্পে রোহিঙ্গারা আশ্রয় গ্রহণ করছে কিন্তু ক্যাম্পগুলোতে সে ধরণের থাকার অবস্থা নেই’।

তিনি কোরিয়ানদেরকে রোহিঙ্গা ইস্যুতে আরো ভূমিকা রাখার আহবান জানান। তিনি নিজেও রোহিঙ্গাদের নিয়ে কাজ করবেন বলে জানান।

গত রবিবার বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দেন জং উ সং। থাইল্যান্ডের ব্যাংকক হয়ে ঢাকা পৌঁছান এই তারকা। সেখান থেকে বাসে ককবাজার যান। জং উ সং ২০১৪ সাল থেকে শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন। এর আগে তিনি নেপাল, দক্ষিণ সুদান, ইরাক এবং লেবাননে শুভেচ্ছা দূত হিসেবে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।