দক্ষিণ কোরিয়ায় এই বছর ১৩ হাজার ২৫৫ জন ভিসাবিহীন কর্মীকে গ্রেফতার করেছে। জরিমানা করা হয়েছে ২ হাজার ৫৪৯ জন কোরিয়ান মালিককে যারা ভিসাবিহীন কর্মীদের নিয়োগ করেছিল। ভিসাবিহীনদের ধরতে এই বছর দুইবার ক্র্যাকডাউন চালানো হয়। মার্চের ৬ তারিখ থেকে মে মাসের ১৫ তারিখ পর্যন্ত প্রথম পর্যায়ে এবং সেপ্টেম্বেরর ৪ তারিখ থেকে নভেম্বরের ১৭ তারিখ পর্যন্ত দ্বিতীয়বারের মত ক্র্যাকডাউন চালানো হয়।
মিনিস্ট্রি অব জাস্টিজ, মিনিস্ট্রি অব এমপ্লয়মেন্ট এন্ড লেবার, ন্যাশনাল পুলিশ এজেন্সি এবং কোরিয়া কোস্টগার্ডের ৬৫৮জন সরকারী কর্মকর্তা এবং পুলিশ এই অভিযানগুলোতে অংশ নেন।
গ্রেফতারকৃতদের ইতিমধ্যে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে কিংবা ছেড়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধভাবে নিয়োগ দেওয়ার অপরাধে কোরিয়ান মালিকদের ২০ মিলিয়ন উওন পর্যন্ত জরিমানা করা হয়েছে।
ভিসাবিহীন কর্মীদের ধরতে নিয়মিত অভিযান চালানোর ঘোষণা দিয়েছে সরকার।