জার্মানিতে আশ্রয়ের জন্য যেসব প্রার্থীদের আবেদন নাকচ হয়েছে, তাদের স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে জার্মান কর্তৃপক্ষ৷ এজন্য জার্মান সরকার ‘নগদ প্রণোদনার’ ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন দেশটি স্বরাষ্ট্রমন্ত্রী৷
রবিবার জার্মান পত্রিকা ‘বিল্ড আম সোনটাগ’-কে দেয়া এক সাক্ষাৎকারে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী টোমাস ডে মেজিয়ের বলেছেন, জার্মান সরকার চায় প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীরা যাতে নিজ দেশে স্বেচ্ছায় ফিরে যায়, অর্থাৎ তাদের যেন বলপ্রয়োগ করতে না হয়৷ এ জন্য তাদের নগদ অর্থ দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি৷
বেশ কিছু বছর ধরেই জার্মানিতে আশ্রয়প্রার্থীদের নিজ দেশে ফেরত যাওয়ার জন্য অর্থ সহায়তা দিয়ে আসছে জার্মান সরকার৷ কেবল যাতায়াত খরচই নয়, সেখানে গিয়ে যাতে তারা ভালোভাবে জীবন শুরু করতে পারে, সেজন্যও অর্থ প্রদান করা হয়ে থাকে৷
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ফেব্রুয়ারির মধ্যে স্বেচ্ছায় দেশে ফিরে যাবে তাদের জন প্রতি ১ হাজার ইউরো এবং এক একটি পরিবারকে সর্বোচ্চ ৩ হাজার ইউরো পর্যন্ত দেয়া হবে৷