High court‘জয় বাংলা’ স্লোগানকে কেন ‘জাতীয় স্লোগান ও মূলমন্ত্র’ ঘোষণা করার নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মাহমুদুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

chardike-ad

রুলের বিবাদী করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব এবং শিক্ষা সচিবকে। তাদের ৭২ ঘণ্টার মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদ এই রিট আবেদন করেন। আজ সোমবার আদালতে তিনি নিজেই এ বিষয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

বশির আহমেদ সাংবাদিকদের বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর নেতৃত্বে জয় বাংলা স্লোগান দিয়েই সমস্ত জাতি এক হয়েছিল। এই স্লোগানে উদ্বুদ্ধ হয়েই বীর বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং পাকিস্তানি সামরিক জান্তার কবল থেকে দেশকে মুক্ত করে।’

তিনি বলেন, ‘পৃথিবীর অনেক দেশেরই একটি জাতীয় স্লোগান থাকে, যেমন ভারতের আছে জয় হিন্দ। কিন্তু দীর্ঘ সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েও আমাদের কোনো জাতীয় মোটো কিংবা স্লোগান নেই। সে কারণে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে নির্ধারণের জন্যই এ রিট আবেদন।’

আগামী রোববার এ বিষয়ে পরবর্তী শুনানি হবে বলে জানান বশির।