অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ায় প্রবাসীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সিডনির ডার্লিং হারবারের ট্যামবালং পার্কে এ উৎসবে প্রথমবারের মতো বাংলাদেশি বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান অংশ নেয়।
অনুষ্ঠানে ইওগা, ফ্যাশন শো, ফেইজ পেইন্টিং, মেহেদি, দেশি খাবার, পোশাকের দোকান ও শিশুদের জন্য বিভিন্ন রাইডের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে চিত্র প্রদর্শনী এবং প্রবাসী বাংলাদেশিসহ স্থানীয় শিল্পীরা কবিতা ও গান শোনান।
আয়োজক সংগঠনটি জানায়, বৃষ্টির কারণে এবার দর্শক সমাগম কম হলেও আগামীতে তারা একই ভেন্যুতে মেলা করবেন।