
চীনের একটি বিমানবন্দরে বিমানযাত্রীর ব্যাগেজ থেকে শত শত আরশোলা উদ্ধার হয়েছে। গত ২৫ নভেম্বর গুয়াংডং প্রদেশের বাইউন আন্তর্জাতিক বিমানবন্দরে ওই দম্পতির একটি বাকেট এক্স-রে যন্ত্রের মধ্যে দিয়ে পাঠানো হলে তাতে কিছু নড়াচড়া করতে দেখেন নিরাপত্তা কর্মকর্তারা। তারা ওই বাকেটটি খুলে দেখেন, ওর মধ্যে দিয়ে শত শত আরশোলা বেরিয়ে আসছে।
কেন এত আরশোলা নিয়ে যাচ্ছেন তাঁরা? প্রশ্ন করায় স্বামী জানান, তার স্ত্রীর একটি বিশেষ চর্মরোগ রয়েছে। তার চিকিৎসার জন্যই এই আরশোলা। আরশোলাগুলিকে একটি বিশেষ ভেষজের সঙ্গে মিশিয়ে ত্বকে প্রলেপ দিতে হয়। নিরাপত্তাকর্মীরা ওই দম্পতিকে জানিয়ে দেন, আরশোলা নিয়ে বিমানে ওঠা যাবে না। এরপর সেগুলিকে বিমানবন্দরেই ছেড়ে দেন তারা।