দক্ষিণ কোরিয়ায় ইপিএস ভিসা নিয়ে ৯ বছর ৮ মাসের বেশি থাকা যাবে না। প্রথম মেয়াদে ৪ বছর ১০ মাস থাকার পর ইপিএস টপিক সিবিট কিংবা কমিটেড ওয়ার্কার হিসেবে ৪ বছর ১০ মাসের পুনরায় কোরিয়া প্রবেশ করা যাবে। তৃতীয়বারের মত আর সে সুযোগ পাবে না ই ৯ ভিসাধারীরা।

chardike-ad

ভিসা পরিবর্তন করে যারা ই-৭, এফ-২ কিংবা এফ-৫ করেছেন, তারা সেই ভিসা ক্যাটাগরীর নিয়ম অনুযায়ী কোরিয়াতে অবস্থান করতে পারবেন। এছাড়া ইতিমধ্যে তৃতীয় মেয়াদের জন্য যারা সিসিভিআই এর জন্য আবেদন করেছেন কিংবা সিসিভিআই ইস্যু হয়েছে তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়।