মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৪জন অবৈধ অভিবাসী আটক হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, বুধবার স্থানীয় সময় রাত ১১ টায় চেরাছ জায়া, বালাকংয়ের তিনটি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সেলাঙ্গর ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কর্মকর্তারা এ তিনটি স্থানে একযোগে অভিযান পরিচালনা করেন।
জেএম সেলাঙ্গর পরিচালক ওমরান ওমর বলেন, ১৩২ জন বিদেশিকে পরীক্ষা করে এদের মধ্য থেকে কোন বৈধ কাগজ পত্র না থাকায় ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর অধীনে ৫৪ জনকে গ্রেফতার করা হয়।
“গ্রেফতারকৃতরা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, নেপাল, ভারত, শ্রীলংকা, কম্বোডিয়া এবং মিয়ানমারের নাগরিক। এদের মধ্যে ৭ নারী এবং ৪৭ জন পুরুষ। তবে আটককৃতদের মধ্যে কতজন বাংলাদেশি তা জানা যায়নি।