mashrafe-bplটান টান উত্তেজনার ম্যাচে সিলেট সিক্সার্সের বিরুদ্ধে জয় তুলে নিয়েছে মাশরাফির রংপুর রাইডার্স। অধিনায়ক মাশরাফি ১০ বল খেলে ২ ছক্কার সাহায্যে ১৭ রান করে অপরাজিত থেকে জয় তুলে নেন।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে সিলেট। জবাবে রংপুর দুই বল বাকি থাকতেই ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান করে।

chardike-ad

দলের হয়ে সর্বোচ্চ রান করেন ব্র্যান্ডম ম্যাককুলাম। ৩৮ বল মোকাবেলা করে ৪৩ রান করেন তিনি। জিয়াউর রহমান ১৮ বলে ২ ছক্কা ও ৫ চারের সাহায্যে ৩৬ রান করেন। ম্যাককুলাম ও জিয়াউর জুটি থেকে আসে ৫৯ রান। এছাড়া রবি বোপারা করেন ৩৩ (২৪) রান।

সিলেট সিক্সার্স ১৭৩ রান করলেও পরপর দুটি ক্যাচ মিস করে তার খেসারত দেয়। সিলেটের হয়ে সোহেল তানভির, নাবিল সামাদ, ব্রেসনান ও আবুল হাসান একটি করে উইকেট নেন। বাকি দু’টি উইকেট আসে রান আউট থেকে।

সিলেট সিক্সার্সের হয়ে সর্বোচ্চ রান করেন বাবর আজম ৫৪ (৩৭) এবং সাব্বির রহমান ৪৪ (৩৭)। এছাড়া অ্যান্দ্রে ফ্লেচার করেছেন ২৬ (১৭) রান।
রংপুরের হয়ে চার ওভার বল করে ৩ উইকেট নেন নাজমুল ইসলাম। একটি উইকেট নেন মাশরাফি। ম্যান অব দ্য ম্যাচ হন নাজমুল ইসলাম।