কোরিয়ায় বসবাসরত বাংলাদেশীদের সংখ্যা ১৫ হাজার ৭৮৪ জন। যার মধ্যে ১৪ হাজার ৮৩০ জন পুরুষ এবং ৯৫৪ জন নারী। সম্প্রতি কোরিয়া ইমিগ্রেশন ২০১৭ সালের অক্টোবরের ৩১ তারিখ পর্যন্ত কোরিয়াতে বসবাসকারী বিদেশীদের উপর একটি রিপোর্ট প্রকাশ করে। বর্তমানে কোরিয়াতে ২১ লাখ ৩৫ হাজার বিদেশী বিভিন্ন ভিসায় বসবাস করছে।

chardike-ad

বসবাসকারী বাংলাদেশীদের মধ্যে ইপিএস কর্মীদের সংখ্যা সবচেয়ে বেশি। ইপিএস কর্মীর সংখ্যা ১০ হাজার ১১৯ জন। ২০১৪ সালের নভেম্বরে ইপিএস কর্মীর সংখ্যা ছিল ৯ হাজার ৭৭০ জন।

অন্যদিকে কোরিয়ায় সবচেয়ে বেশি বেড়েছে ছাত্রছাত্রীর সংখ্যা। কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীর সংখ্যা ১ হাজার ৫ জন। দুই বছর আগে এই সংখ্যা ছিল ৫৮১ জন।

রিপোর্টে পাওয়া তথ্য অনুযায়ী, ৬৪৬ জন জি১ ভিসা নিয়ে আশ্রয়প্রার্থী হিসেবে কোরিয়া বসবাস করছেন। এছাড়া প্রফেশনাল ভিসা (ই৭) নিয়ে ১৬১ জন, রেসিডেন্সী ভিসা (এফ২) নিয়ে ২৭১ জন, পার্মানেন্ট রেসিডেন্সী ভিসা (এফ৫) নিয়ে ৭৯ জন, প্রফেসর ভিসায় (ই১) ১২ জন, গবেষণা ভিসায় (ই৩) ৯১ জন কোরিয়ায় রয়েছেন।