Search
Close this search box.
Search
Close this search box.

বিশ্বের সবচেয়ে দামি প্রযুক্তি ব্র্যান্ড কোনটি? এ নিয়ে কৌতূহলের শেষ নেই। সম্প্রতি সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। ২০১৭ সালের শীর্ষ ১২ প্রযুক্তি ব্র্যান্ড নিয়ে আয়োজনের আজ প্রথম পর্ব—

chardike-ad

অ্যাপল

বর্তমানে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপলের ব্র্যান্ডমূল্য দাঁড়িয়েছে ১৭ হাজার কোটি ডলার। ব্র্যান্ডমূল্যে গুগলকে হটিয়ে শীর্ষ অবস্থানে উঠে এসেছে অ্যাপল। গত এক বছরে এর ব্র্যান্ডমূল্যে পরিবর্তন এসেছে ১০ শতাংশ। বর্তমানে অ্যাপলের ব্র্যান্ড রাজস্ব দাঁড়িয়েছে ২১ হাজার ৪২০ কোটি ডলারে।

গুগল

বিশ্বের সবচেয়ে দামি প্রযুক্তি ব্র্যান্ডের তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে গুগল। প্রতিষ্ঠানটির ব্র্যান্ডমূল্য এখন ১০ হাজার ১৮০ কোটি ডলার। গত এক বছরে এর ব্র্যান্ডমূল্যে পরিবর্তন হয়েছে ২৩ শতাংশ। গুগল পশ্চিমা বিশ্বে অনলাইন অনুসন্ধান সেবায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছে। দামি ব্র্যান্ড হিসেবে তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে থাকলেও শীর্ষ নিয়োগকর্তার আসনটি এ প্রতিষ্ঠানের দখলে। বর্তমানে এর ব্র্যান্ড রাজস্ব দাঁড়িয়েছে ৮ হাজার ৫০ কোটি ডলারে।

মাইক্রোসফট

টানা তৃতীয়বারের মতো সবচেয়ে মূল্যবান প্রযুক্তি ব্র্যান্ড তালিকার তৃতীয় অবস্থান দখলে রেখেছে সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট। বর্তমানে এর ব্র্যান্ডমূল্য ৮ হাজার ৭০০ কোটি ডলার। প্রতিষ্ঠানটির রাজস্ব আয়ের সবচেয়ে বড় অনুষঙ্গ উইন্ডোজ সফটওয়্যার। গত এক বছরে এর ব্র্যান্ডমূল্যে পরিবর্তন এসেছে ১৬ শতাংশ। বর্তমানে কোম্পানিটির ব্র্যান্ড রাজস্ব দাঁড়িয়েছে ৮ হাজার ৫৩০ কোটি ডলার।

ফেসবুক

তালিকার চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বর্তমানে সোস্যাল মাধ্যমটির ব্র্যান্ডমূল্য দাঁড়িয়েছে ৭ হাজার ৩৫০ কোটি ডলার। গত এক বছরে এর ব্যান্ডমূল্যে পরিবর্তন এসেছে ৪০ শতাংশ। বর্তমানে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড রাজস্ব দাঁড়িয়েছে ২ হাজার ৫৬০ কোটি ডলার।

অ্যামাজন

ব্র্যান্ডমূল্যে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন আছে তালিকার পঞ্চম স্থানে। বর্তমানে প্রতিষ্ঠানটির ব্র্যান্ডমূল্য ৫ হাজার ৪১০ কোটি ডলার। গত এক বছরে এর ব্র্যান্ডমূল্যে পরিবর্তন এসেছে ৫৪ শতাংশ। বর্তমানে এর ব্র্যান্ড রাজস্ব দাঁড়িয়েছে ১৩ হাজার ৩০০ কোটি ডলার।

স্যামসাং

ফোর্বস প্রকাশিত বিশ্বের সবচেয়ে দামি প্রযুক্তি ব্র্যান্ড তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে স্যামসাং। দক্ষিণ কোরিয়াভিত্তিক এ প্রতিষ্ঠানের ব্র্যান্ডমূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৮২০ কোটি ডলারে। গত এক বছরে এর ব্র্যান্ডমূল্যে পরিবর্তন হয়েছে ৬ শতাংশ। বর্তমানে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড রাজস্ব দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৭০ কোটি ডলার।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া