শ্রীলঙ্কা সিরিজ শুরু হওয়ার আগে বাইরের কোচ না আনা হলে স্থানীয় কোচ নির্বাচন করা হবে। এক্ষেত্রে খালেদ মাহমুদ সুজনের কোচ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।
সোমবার ঢাকা ডায়নামাইটস এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচ শেষে বিসিবির প্রেস কনফারেন্স রুমে সাংবাদিকদের এ কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেন, শ্রীলঙ্কা সিরিজ শুরু হওয়ার আগে আমরা যদি বাইরের কোচ না আনতে পারি, তাহলে অবশ্যই স্থানীয় কোচ নির্বাচন করতে হবে। আমাদের খালেদ মাহমুদ সুজন আছে। তার সম্ভাবনাই সবচেয়ে বেশি।
মাঠে তো অ্যান্ডি ফ্লাওয়ার নাম শোনা যাচ্ছে, আসলে বাইরের কোচ কাকে আনা হতে পারে? এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, অনেকের সঙ্গেই কথা হচ্ছে। অনেকে নিজের থেকেই যোগাযোগ করেছে। ওই রকম ফাইনাল কোনো কিছু না।
তিনি বলেন, হাথুরুসিংহের জন্য আমরা অপেক্ষা করছি না। অপেক্ষা করছি তার রিপোর্টের জন্য। তিনি বলেছেন ২-৩ সপ্তাহের মধ্যে দেবেন।
আমাদের জানতে হবে, আমাদের কোনো কারণে নাকি তার ব্যক্তিগত কারণে তিনি চলে যাচ্ছেন।
ব্যক্তিগত হলে সমস্যা নেই। আমাদের যদি কিছু থাকে তাহলে যেন জানায়। ওটা জানলেই যে কিছু একটা হবে তেমন না। জাস্ট আমাদের জানা দরকার।