দক্ষিণ কোরিয়ায় সারাবছর নানা ধরণের ফেস্টিভ্যালের আয়োজন লেগেই থাকে। এর মধ্যে প্রায় বছরব্যাপী আয়োজন থাকে লাইটিং ফেস্টিভ্যালের। ছুটির দিনগুলোতে দক্ষিণ কোরিয়া প্রবাসীরা এবং এই সময়ে কোরিয়া ভ্রমণরত বাংলাদেশীরা চাইলেই ঘুরে আসতে পারেন এই ফেস্টিভাল। দক্ষিণ কোরিয়ার সেরা দুইটি লাইটিং ফেস্টিভ্যাল নিয়ে লিখেছেন ওয়াহিদ রাসেল।
দ্য গার্ডেন অব মর্নিং কাম (The Garden of Morning Calm)
ফেস্টিভ্যাল পিরিয়ড
ডিসেম্বরের ৮ তারিখ থেকে -মার্চের ২৫ তারিখ পর্যন্ত
পারফরমেন্স সময়সূচি
সোমবার থেকে শুক্রবার এবং রবিবার সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত
শনিবার এবং জাতীয় ছুটির দিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত
বিঃদ্রঃ লাইটিং শুরু হবে সন্ধা ৬টা থেকে
ঠিকানাঃ
432, Sumogwon-ro, Gapyeong-gun, Gyeonggi-do
경기도 가평군 상면 수목원로 432 (상면)
বিস্তারিত জানতেঃ +82-1544-6703
ওয়েব সাইটঃ morningcalm2.cafe24.com
যেভাবে যাবেন
বাসে সিউলের সাংবোং বাস টার্মিনাল (Sangbong Bus Terminal) অথবা দোংসউল বাস টার্মিনাল (Dong Seoul Bus Terminal) থেকে ছাংপিয়ং বাস টার্মিনাল (Cheongpyeong Bus Terminal) গিয়ে The Garden of Morning Calm অভিমুখে যাওয়া যেকোন বাসে যেতে পারেন। অথবা সাবওয়ের ১ নাম্বার লাইনের হোয়েগি ষ্টেশনে (회기역)গিয়ে খিয়ংছুন (경춘) লাইনে পরিবর্তন করে ছাংপিয়ং স্টেশনের (Cheongpyeong Station) এক্সিট ১ দিয়ে বের হয়ে বাস টার্মিনালে যেতে হবে। সেখান থেকে ৩১-৭ নাম্বার বাসে করে যেতে পারেন The Garden of Morning Calm এ।
হার্ব আইল্যান্ড লাইটিং ফেস্টিভ্যাল (The Herb Island)
ফেস্টিভ্যাল পিরিয়ড
১ নভেম্বর ২০১৭ থেকে ৩১ অক্টোবর ২০১৮
পারফরমেন্স সময়সূচি
সাপ্তাহিক ছুটির দিন এবং অন্যান্য জাতীয় ছুটির দিন বিকেল ৪ টা থেকে রাত ৯টা পর্যন্ত ।
ঠিকানা
35, Cheongsin-ro 947beon-gil, Pocheon-si, Gyeonggi-do
경기도 포천시 신북면 청신로947번길 35
বিস্তারিত জানতে : +82-31-535-6494
ওয়েব সাইট : www.herbisland.co.kr
যেভাবে যাবেন
এক্সপ্রেস বাসে পুচ্ছন ইন্টারসিটি বাস টার্মিনালে নামতে হবে এবং বাস টার্মিনালের বাইরে স্থানীয় বাস স্টপেজে থেকে সিনবুক ওনছোন (Sinbuk Oncheon) অভিমুখে ৫৭ নম্বর বাসে সামজংনি (Samjeong-ri) গিয়ে বাস থেকে নেমে সোজা হেঁটে চলে যেতে পারেন পুচ্ছন হার্ব আইল্যান্ডে। অথবা সিউল সাবওয়ের’র ১ নাম্বার লাইনের সোয়োসান স্টেশন (Soyosan Station) থেকে ৫৭ নম্বর বাসে সামজংনি (Samjeong-ri) যেতে পারেন। ওখান থেকে সোজা হেঁটে চলে যেতে পারেন পুচ্ছন হার্ব আইল্যান্ডে।