Search
Close this search box.
Search
Close this search box.

gas-balloon-biman‘বিমান ৪০, ঘোড়া ৪০, জেইডা ইচ্ছা ওইডাই নেন দেইখ্যা নেন। দামাদামি চলবো না, একদাম ৪০ টাকা।’ এভাবেই শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর বাজারসহ বিভিন্ন হাটবাজারে খেলনা বিক্রি করছেন ভ্রাম্যমাণ বিক্রেতা মো. রবিউল ছানি। ছানি জামালপুরের মেলান্দহ উপজেলার দুর্মুঠ গ্রামের মো. মন্টু মিয়ার ছেলে। শুধু বিমান ঘোড়া নয় মাছ, গরু, মহিষ, হাতি, বাঘসহ নানা রকম আদলের গ্যাস বেলুন বিক্রি করেছেন তিনি।

১৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে সদর বাজারে দেখা যায়, তিনি গ্যাস বেলনু হাতে বারবার বলেই চলছেন, বিমান ৪০, ঘোড়া ৪০। এ সময় উৎসুক লোকজন বেলুনগুলো হাতে নেড়ে দেখছেন, কেউ কিনছেন আবার কেউ কেউ দরদামও করছেন।

chardike-ad

এ প্রতিবেদকের সাথে কথা হলে ছানি জানান, প্রায় ৫ বছর ধরে তিনি এ পেশার সাথে জড়িত। ঢাকার চক বাজার থেকে খেলনাগুলো কিনে এনে দেশের বিভিন্ন হাট-বাজারে তা ঘুরে ঘুরে বিক্রি করেন। তিনি আরো বলেন, এটা শুধু তার পেশা নয়, মনের ভালোলাগা থেকেই তিনি খেলনাগুলো বিক্রি করেন। আর এ খেলনা বিক্রি করেই সংসার চলে তার।