সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশসহ বিশ্বের ৩২টি দেশ অংশগ্রহণ করেছে। রোববার জেদ্দার ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করেন প্রিন্স আবদুল্লাহ বিন আল সৌদ।
বাংলাদেশের দশটি কোম্পানি মেলায় অংশ নিয়েছে। কোম্পানিগুলো হলো- প্রাণ পুষ্টি লিমিটেড, ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেড, এসিআই কনজুমার ব্র্যান্ডস, কিশোয়ান এগ্রো প্রোডাক্টস লিমিটেড, রোমানিয়া ফুড বন্ড বেভারেজ লিমিটেড, সজীব গ্রুপ বাংলাদেশ লিমিটেড, এলসন ফুড বিডি লিমিটেড, ড্যানিশ ফুড লিমিটেড, সনিক এগ্রো লিমিটেড, প্রাইম পুষ্টি লিমিটেড।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। আরও উপস্থিত ছিলেন জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন, রিয়াদের বাংলাদেশ দূতাবাসের ইকোনমি কাউন্সেলর ড. মোহাম্মদ আবুল হাসান, অর্থ সচিব কাজী সফিউল আজম, প্রেস সচিব ফখরুল ইসলাম ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সহকারী পরিচালক রহিমা আক্তার প্রমুখ।
গোলাম মসীহ বলেন, এই মেলা বাংলাদেশি রফতানিকারক ও সৌদি ক্রেতাদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এ মেলা শেষ হবে আজ।