ভারতের বিপান শর্মাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনায় অভিযুক্ত স্বরাজ সিংহ মিন্টো এবং তার দুই সঙ্গী শুভম সিংহ ও ধর্মেন্দ্র সিংহ এখনও পলাতক। তবে পলাতক হয়েও ফেসবুকে খুনের কথা স্বীকার করে স্ট্যাটাস দিয়ে হয়েছেন সংবাদের শিরোনাম।
জানা যায়, খুনের ঘটনায় অভিযুক্ত স্বরাজ ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে স্বরাজ লিখেছেন-বন্ধুদের জানাতে চাই, আমিই খুন করেছি বিপান শর্মাকে। গত ৩০ অক্টোবর তাকে খুন করি আমি। তবে এই ঘটনার সঙ্গে কোনো ধর্মীয় যোগ নেই।
ঘটনার দিন ভারতনগর এলাকায় একটি দোকানের বাইরে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়েছিলেন বিপান শর্মা। ওই সময় চার দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
সূত্র : আনন্দবাজার পত্রিকা