বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-রাজশাহী রুটের ভাড়ার ওপর বিশেষ ছাড় ঘোষণা করেছে। এ ঘোষণা অনুযায়ী, ১৭ নভেম্বর ঢাকা-রাজশাহী রুটে ১৫০০ টাকা এবং ২৯ ডিসেম্বর ঢাকা-চট্টগ্রাম রুটে ১৫০০ টাকা (সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ) ভাড়া নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিমানের সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট, বিকাশ এবং বিমান ওয়েবসাইট থেকে টিকেট কেনা যাবে।
এই অফার বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ বিমানের ওয়েবসাইটে (www.biman-airlines.com) ভিজিট করতে অথবা ০২-৯৫৫৩২২০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।