Search
Close this search box.
Search
Close this search box.

‘মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করেছে দক্ষিণ কোরিয়া বিএনপি। এ উপলক্ষ্যে গতকাল রবিবার উইজংবু শহরের পাতাল মার্কেট কনভেনশন সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করে। দক্ষিণ কোরিয়ার বিভিন্ন শহর থেকে আসা নেতাকর্মীর উপস্থিতিতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কোরিয়া বিএনপির সভাপতি এম জামান সজল।

chardike-ad

আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাসিবুল কবির হাসিব, সহ সভাপতি সম্রাট হাওলাদার রাজু,  সাবেক ছাত্রনেতা কে এম আসাদ,  সিনিয়র যুগ্ম সম্পাদক জামান সরকার নলেজ,   আকতার হোসেন,  মাসুদ লি,  সম্রাট  হোসেন স্বপন, মোঃ মনা, বাবুল হোসেন, ওয়াদুদ সরকার, আঃ হালিম,  বিএম মোস্তাক, সোনাতলা থানা যুবদল সাংগঠনিক সম্পাদক মেহেদি মাসুদ প্রধান, সিলেট চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ওয়ালিউল আলম, মাসুম খান, মোঃ মতিন, এম কে এইচ তুহিন, মামুন ঢালী সহ অনেকে।

খয়বার হোসেনের কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভাটি পরিচালনা করেন যুগ্ম সম্পাদক শান্ত শেখ ও মোশারফ হোসেন। আলোচনা সভা থেকে একই সময়ে ঢাকার সোহরাওয়ারদী উদ্যানে অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার মহাসমাবেশের সাথে সংহতি ও একাত্মতা প্রকাশ করা হয়।