আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক হালি ম্যানেজম্যান্ট কনসালটেন্সি আয়োজিত ৪তম ইউরোপিয়ান প্রফেশনাল ডক্টরেট কনভোকেশন সিরোমনি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার স্থানীয় অ্যাটলান্টিস প্লাম সেভেন স্টার হোটেলের সিল্ক হলে আয়োজিত হয়। ডক্টরেট ডিগ্রি অর্জনকারী বাংলাদেশিরা হলেন- ব্যবসায়ী টোকিও গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ড. মাহবুব আলম মানিক ও আল-ফালাক গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ড. মোহাম্মদ সেলিম সিআইপি।
উল্লেখ, প্রতিষ্ঠানটি এ পর্যন্ত প্রায় ১৯ হাজারের মতো ছাত্র-ছাত্রীদের গ্রাজুয়েশন ডিগ্রি প্রদান করেছে। এবার সংযুক্ত আরব আমিরাত, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া, মিশর ও নাইজেরিয়ারসহ মোট আটটি দেশের ১০ জন প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে এ ডিগ্রি প্রদান করা হয়।
এছাড়া অনুষ্ঠানে দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল এস. বদিরুজ্জামান ও আফগানিস্তানের কন্স্যুলেট জেনারেল আবদুল সামাদকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। মিডিয়াতে বাংলাদেশের মাহাবুব হাসান হৃদয় ও দুবাই টিভির তালাল আল হানদাসীকে সাংবাদিকতার জন্য প্রশংসাপত্র দেয়া হয়। জাগো নিউজ