Search
Close this search box.
Search
Close this search box.

trump-kimমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাকে ‘বুড়ো’ বলে অপমান করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। কিন্তু তিনি কখনোই কিম জং উনকে ‘খাটো এবং মোটা’ বলবেন না। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক টুইটে এসব কথা বলেন ট্রাম্প।

টুইটার ওয়ালে ট্রাম্প লিখেছেন, ‘কিম জং উন আমাকে বুড়ো বলে কেন অপমান করেছে, যেখানে আমি তাকে কখনো মোটা ও বেটে বলিনি? ভালো, আমি তার বন্ধু হওয়ার জন্য অনেক চেষ্টা করেছি। হয়তো কোনো একদিন সেটা সম্ভব হবে।’

chardike-ad

এর আগে কিম জং উনকে ‘ক্ষুদে রকেটম্যান’ বলেছিলেন ট্রাম্প। এর জবাবে কিম ট্রাম্পকে বলেছিলেন, ‘মানসিকভাবে অসুস্থ মার্কিন ভীমরতিগ্রস্থ বৃদ্ধ’। একইসঙ্গে কিম যুক্তরাষ্ট্রকে আগুনের গোলায় পরিণত করার হুমকিও দিয়েছিলেন।

রোববার পৃথক টুইটার বার্তায় উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ মিত্র চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশংসা করেছেন ট্রাম্প। তিনি লিখেছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে দেশটির ওপর নিষেধাজ্ঞার পরিধি বাড়াতে কাজ করেছেন শি জিনপিং।