Search
Close this search box.
Search
Close this search box.

trumpউত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে হুঁশিয়ার করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমাদের সঙ্গে লাগতে আসবেন না।’ বুধবার দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন সেদেশে দুই দিনের রাষ্ট্রীয় সফরে থাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প।

এই ভাষণে উত্তর কোরিয়ায় ‘অন্ধকার অলীক’ জীবনের প্রতি নিন্দা জানিয়ে কিম জং-উনের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমাদের তিরস্কার করবেন না। আমাদের সঙ্গে লাগতে আসবেন না।’

chardike-ad

কিম জং-উনের নাম উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘যেসব অস্ত্র আপনি বানিয়েছেন, তা আপনাকে নিরাপদ রাখতে পারবে না, সেগুলো আপনার রাজক্ষমতাকে মারাত্মক বিপদের মধ্যে ফেলছে।’

দক্ষিণ কোরিয়ার প্রশংসা করে ভাষণ শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, কোরীয় যুদ্ধের পর উত্তরের তুলনায় দক্ষিণ কোরিয়া অনেক কিছু অর্জন করেছে। উত্তর কোরিয়াকে তিনি ‘ইতিহাসের গবেষণাগারে এক ট্র্যাজিক পরীক্ষা’ বলে অভিহিত করেছেন।

ট্রাম্প বলেন, একটি সামরিক বংশ উত্তর কোরিয়াকে শাসন করছে, যেখানে শাসন টিকিয়ে রাখতে শাসকদের বিকারগ্রস্ত বিশ্বাস কোরীয়দের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং কোরীয় জনগণকে দাস বানিয়ে রাখা হয়েছে। পিয়ংইয়ংকে সতর্ক করে ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়া হয়তো যুক্তরাষ্ট্রকে দুর্বল বলে ব্যাখ্যা দাঁড় করাতো কিন্তু এখন অন্য ধরনের প্রশাসন এসেছে যুক্তরাষ্ট্রে।

উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের নিরস্ত্রীকরণে কাজ করতে বিশ্বের প্রতি আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প। তবে বিশেষভাবে চীন ও রাশিয়াকে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, ‘বিশ্ব এমন কোনো দুর্বৃত্ত দেশের হুমকি-ধমকি সহ্য করতে পারে না, যারা তাদের পরমাণু ধ্বংস ক্ষমতা দিয়ে বিশ্বকে হুমকিতে রেখেছে।’

তথ্যসূত্র : বিবিসি অনলাইন