এশিয়া সফরের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পৌঁছান তিনি। ট্রাম্পকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ান দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ওসান বিমান ঘাঁটিতে নামে। এরপর বিমানবন্দরে প্রেসিডেন্ট ট্রাম্পকে আনুষ্ঠানিক গার্ড অব অনার দেয় দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।
দক্ষিণ কোরিয়া সফরে দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সাথে উত্তর কোরিয়া ইস্যুতে আলোচনা করবেন ট্রাম্প। এছাড়া সিউলে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের সাথেও দেখা করবেন তিনি। বুধবার ন্যাশনাল অ্যাম্বেলিতে ভাষণও দেয়ার কথা রয়েছে তার। ওইদিনই চীনের উদ্দেশ্যে রওনা হবেন তিনি।
এশিয়া সফরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেশন হিসেবে ধারণা করা হচ্ছে দক্ষিণ কোরিয়া সফরকে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সামরিক সম্পর্ক ও তাদের ঐক্য জোরদার করা প্রতিবেশি দেশ উত্তর কোরিয়াকে পরোক্ষ বার্তা দেওয়া।
এর আগে রবিবার (৫ নভেম্বর) জাপান সফর দিয়ে ১২ দিনের এশিয়া সফর শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট। উত্তর কোরিয়ার পারমাণবিক ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যেই এশিয়ার পাঁচটি দেশ সফর শুরু করেছেন তিনি।