সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. শাহজালাল (৩০) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। তিনি কুমিল্লার মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নের মুগার চর গ্রামের আব্দুর রবের ছেলে।
রোববার (৫ নভেম্বর) বাংলাদেশ সময় দিনগত রাত ৩টার দিকে কাজ শেষ করে বাসায় ফেরার পথে মাইক্রোবাসের চাপায় শাহজালালের মৃত্যু হয়।
নিহতের বাবা আব্দুর রব জানান, মরদেহ দেশে আনতে ওই দেশে যোগাযোগ করা হচ্ছে।