Search
Close this search box.
Search
Close this search box.

prince-mansourসৌদি আরবের ইয়েমেন সীমান্তে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সৌদি যুবরাজ মানসুর বিন মোকরেন নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা ৭ প্রতিনিধিও নিহত হন বলে জানান সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

যুবরাজ মানসুর সৌদি আরবের সাবেক যুবরাজ মুকরিন বিন আব্দুল আজিজের ছেলে। তিনি আসির প্রদেশের ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্বরত ছিলেন। ওই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় যুবরাজের সঙ্গে থাকা প্রতিনিধিদের সবাই নিহত হয়েছেন বলে জানা গেছে।

chardike-ad

সৌদি আরবের নিউজ চ্যানেল আল ইকবারিয়া জানায়, ডেপুটি গভর্নর প্রিন্স মানসুর বিন মুকরিনসহ আরও কয়েকজন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। তবে দুর্ঘটনা কিভাবে ঘটেছে তা জানা যায়নি।