সোমালিয়ায় ইসলামিক স্টেট (আইএস) সদস্যদের ওপর দুটি ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় ‘বেশকয়েকজন সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে দাবি করা হচ্ছে। আফ্রিকার দেশটিতে আইএসের ওপর প্রথম হামলা করলো যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর আফ্রিকা কমান্ডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর এএফপি।

chardike-ad

আধাস্বায়ত্তশাসিত অঞ্চল পোন্তল্যান্ডের শহর কোয়ান্দালার চেয়ারম্যানকে উদ্বৃত করে ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়, বুকা গ্রামে আইএসের ঘাটিতে ছয়টি ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আতঙ্কিত স্থানীয়রা অন্যত্র পালিয়ে গেছে।

আফ্রিকমের মুখপাত্র লেফটেন্যান্ট কমান্ডার অ্যান্থনি ফ্লাভো জানিয়েছেন নির্দিষ্ট লক্ষ্যেই তারা হামলা চালিয়েছে। মার্কিন নাগরিকদের রক্ষা করার পাশাপাশি সন্ত্রাসী হুমকি মোকাবিলা করা হবে।