দক্ষিণ কোরিয়ার সিউলে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার সিউলের গাংদং স্টেশনের পাশে একটি কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা পরিচালনা করেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মেক্সিম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ভিয়েনা প্রবাসী আহমেদ ফিরোজ। আরও উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত জুলফিকার রহমান।
সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইনহা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কেশব কে অধিকারী, সহকারী অধ্যাপক আবু তাহের ও গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক বিজন সরকার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন, সাধারণ সম্পাদক শহিদুল হাচান ও দলটির সহ-সভাপতি রফিকুল ইসলাম ভুট্টো।
আলোচনা সভার পরে বঙ্গবন্ধু পরিষদের একুশ জন সদস্যকে আমন্ত্রিত অতিথিদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।