Search
Close this search box.
Search
Close this search box.

৭ অক্টোবর ২০১৩:

চীনের পূর্বাঞ্চলে শক্তিশালী টাইফুন ফিটো আঘাত হেনেছে। ঝড়ে শত শত ঘরবাড়ি ধংস হয়ে গেছে। ঝড়ের পর কোথাও কোথাও ভূমিধ্বসের ঘটনাও ঘটেছে।সোমবার দিনের প্রথম প্রহরে ঝড়টি ফুজিয়ান প্রদেশে আঘাত হানে বলে বিবিসি জানিয়েছে। ঝড়টি আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ১৫১ কিলোমিটার (৯৩ মাইল)।

chardike-ad

ঝড়ের সঙ্গে ভারী বর্ষণও হয়েছে। এছাড়া বিস্তীর্ণ অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ঝড়ে অন্তত দুই জন মারা গেছেন।

ঝড়ের আগে কর্তৃপক্ষ সেখান সর্বোচ্চ সতর্কতা জারি করেছিল। চীনের আবহাওয়াবিদরা জানান, স্থানীয় সময় সোমবার ১টা ১৫ মিনিটে (জিএমটি রোববার ১৭টা ১৫ মিনিট) ফুডিং শহরে ভূমিধ্বসের ঘটনা ঘটে। আগামী কয়েক ঘণ্টায় ফুজিয়ান ও ঝেজিয়াং প্রদেশের কিছু এলাকায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন তারা।

6সিনহুয়া জানায়, ঝড় শুরুর আগে উপকূলীয় এলাকা থেকে প্রায় এক লাখ ৭৭ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়। এছাড়া ঝেজিয়াং প্রদেশের প্রায় পাঁচ লাখ ৭৪ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়। ঝেজিয়াংয়ের ৩৫ হাজার এবং ফুজিয়ানের ৩০ হাজার নৌযানকে বন্দরে ফিরে আসার নির্দেশ দেয়া হয়।

ঝেজিয়াং প্রদেশের গভর্নর লি কিইয়াং বলেন, “আমরা কোনোভাবেই কাউকে বিপদের মধ্যে ছেড়ে যেতে পারি না।“

ঝড়ের কারণে ওই দুই প্রদেশের বুলেট ট্রেন ও বাস সার্ভিস সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ঝেজিয়াংয়ের ওয়েনঝু বিমানবন্দরে কয়েক ডজন ফ্লাইট বাতিল করা হয়েছে। ঝড়টি বর্তমানে উত্তর-পশ্চিম দিকে সরে যাচ্ছে। এটি দ্রুত দূর্বল হয়ে পড়বে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। এ বছর চীনে আঘাত করা ২৩তম টাইফুন ফিটোউ। মাত্র কয়েক সপ্তাহ আগে গুয়াংডং প্রদেশের দক্ষিণে টাইফুন উসাগির আঘাতে অন্তত ২৫ জন মারা যান। সূত্রঃ বিডিনিউজ২৪.কম