আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর থেকে দারুণ সময় কাটছে পাকিস্তানের। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে। এই জয়ের ফলে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন দলটি। র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা নিউজিল্যান্ডের সঙ্গে তাদের ব্যবধান মাত্র ১ পয়েন্টের।
১২৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। অন্যদিকে ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান রয়েছে দ্বিতীয় স্থানে। ১ নভেম্বর থেকে ভারতের বিপক্ষে শুরু হবে নিউজিল্যান্ডের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে হার মানলে তাদের পেছনে ফেলে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসবে পাকিস্তান ক্রিকেট দল।
সরফরাজ আহমেদের নেতৃত্বে পাকিস্তান দল তাদের সবশেষ ১৪টি টি-টোয়েন্টি ম্যাচের ১২টিতেই জয় পেয়েছে।