Search
Close this search box.
Search
Close this search box.

canada-immigrationআরো তিন লাখ নতুন অভিবাসীকে স্বাগত জানাবে কানাডা। অটোয়ায় গতকাল রবিবার দেশটির অভিবাসন ও শরণার্থী বিষয়ক মন্ত্রী আহমেদ হুসেন বলেন, এই বছরের নির্ধারিত ইমিগ্রেশন সংখ্যা পূরণের জন্য সরকারের পরিকল্পনা আগামী সপ্তাহে হাউস অফ কমন্সে পেশ করার সম্ভাবনা রয়েছে।

কানাডিয়ান প্রেস থেকে আরো জানা যায়, পরিবার পরিজন এবং অন্যান্য দক্ষ বা যোগ্য লোক ছাড়াও উদ্বাস্তুদেরও স্বাগত জানানো হবে। কানাডায় অভিবাসীদের সংখ্যা শতাব্দীর সর্বোচ্চ হারে পৌঁছেছে বলে গত বুধবার জানিয়েছে স্ট্যাটিসটিক কানাডা।

chardike-ad

এদিকে সন্তানদের কানাডায় ইমিগ্রেশন অথবা স্পন্সরের আবেদনের ক্ষেত্রে নীতিমালা শিথিল করা হয়েছে। ১৯ বছরের স্থলে বয়সসীমা আগের মতো ২২ বছর করা হয়েছে। গত ২৪ অক্টোবর থেকে এই বিধান কার্যকর হচ্ছে বলে জানা গেছে।

এছাড়া কানাডার সীমান্তে অবৈধভাবে বসবাসকারীদের আশ্রয়ের আশ্বাস দেওয়া হয়েছে। আমেরিকায় ডোনাল ট্রাম্প ক্ষমতায় আসার পর বহু লোক আতঙ্কে সেই দেশ ছাড়ছে। তার মধ্যে কানাডায় প্রবেশ করেছে ১৫ হাজার ১০০ জন। ইতোমধ্যে ৬৯ শতাংশ অবৈধ প্রবেশকারীকে কানাডায় আশ্রয় দেওয়া হয়েছে।

সূত্র: ইত্তেফাক