টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে দক্ষিণ আফ্রিকায় ইতিমধ্যে ৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জয়ের দেখা পায়নি এখনো। হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে টাইগাররা।
আগামীকাল রোববার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। একটি জয়ের খোঁজে থাকা বাংলাদেশ পাবে কী কাঙ্খিত জয়? সেটা জানতে আগামীকাল রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ আর একটু ভালো পারফরম্যান্স করতে পারলে হয়তো ম্যাচটি জিততেও পারত। মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় হেরে যায় সাকিব আল হাসান বাহিনী। তাইতো দ্বিতীয় টি-টোয়েন্টিতে একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলাতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে লিটন কুমার দাস অথবা নাসির হোসেন সেরা একাদশে আসতে পারেন।
তার আগে চলুন দেখে নেয়া যাক দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
১. ইমরুল কায়েস
২. সৌম্য সরকার
৩. সাব্বির রহমান
৪. সাকিব আল হাসান
৫. মুশফিকুর রহিম
৬. মাহমুদউল্লাহ রিয়াদ
৭. মেহেদী হাসান মিরাজ
৮. মোহাম্মদ সাইফুদ্দিন
৯. নাসির হোসেন/তাসকিন আহমেদ
১০. শফিউল ইসলাম
১১. রুবেল হোসেন।